মৌলভীবাজারের বড়লেখা ইউপি: ইভিএমের ‘মক’ ভোটিংয়ে সাড়া নেই

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে কেবল বড়লেখা সদর ইউনিয়নে। এ জন্য নির্বাচন কমিশনের আয়োজনে শুক্রবার অনুষ্ঠিত মক ভোটিংয়ে (অনুশীলনমূলক ভোট) সেখানকার কোনো কেন্দ্রেই ভোটারদের তেমন সাড়া পাওয়া যায়নি।
মক ভোটিংয়ে অংশ নিচ্ছেন আগ্রহী ভোটার। ছবি: সংগৃহীত

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে কেবল বড়লেখা সদর ইউনিয়নে। এ জন্য নির্বাচন কমিশনের আয়োজনে শুক্রবার অনুষ্ঠিত মক ভোটিংয়ে (অনুশীলনমূলক ভোট) সেখানকার কোনো কেন্দ্রেই ভোটারদের তেমন সাড়া পাওয়া যায়নি।

এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়ার প্রক্রিয়া বুঝিয়ে দিচ্ছেন নির্বাচন কর্মকর্তারা। তবে আগ্রহী ভোটারদের উপস্থিতি ছিল নগণ্য।

ছোটলেখা দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সুব্রত দেবনাথ জানান, তার কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ হাজার ২০০ জন। বিকেল ৪টা পর্যন্ত 'মক' ভোট পড়েছে মাত্র ৪৯টি। 

বিছরাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার বিধান চন্দ্র দাসের কাছ থেকে জানা যায়, তার কেন্দ্রের ১ হাজার ৯৪৩ জন ভোটারের মধ্যে 'মক' ভোট দিয়েছেন ১২০ জন।

এ ছাড়া বালিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১ হাজার ৮১৩ জন ভোটারের মধ্যে 'মক' ভোট দেন ৪৯ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বড়লেখা সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এবার মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৬৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৪৪৪ জন ও মহিলা ভোটার ৯ হাজার ২১১ জন।

এই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছালেহ আহমদ জুয়েল লড়ছেন নৌকা প্রতীক নিয়ে। আর স্বতন্ত্র হিসেবে দলের বিদ্রোহী প্রার্থী সিরাজ উদ্দিন লড়েছেন ঘোড়া প্রতীক নিয়ে।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

5h ago