মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরে শিশুসহ ৩৩ রোহিঙ্গা উদ্ধার

সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রাকালে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগর থেকে শিশুসহ ৩৩ রোহিঙ্গাকে উদ্ধার করেছে নৌবাহিনী।
উদ্ধারকৃত ৩৩ রোহিঙ্গা। ছবি: সংগৃহীত

সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রাকালে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগর থেকে শিশুসহ ৩৩ রোহিঙ্গাকে উদ্ধার করেছে নৌবাহিনী।

আজ বৃহস্পতিবার ভোররাতের দিকে সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ২ নটিক্যাল মাইল দূরে একটি ইঞ্জিনচালিত ট্রলার থেকে তাদের উদ্ধার করে নৌবাহিনীর 'বানৌজা আলী হায়দার' জাহাজ।

বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন সোহেল আযম দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'সেন্টমার্টিন উত্তর-পশ্চিমে ২ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালায় নৌবাহিনী। এ সময় মালয়েশিয়াগামী একটি ট্রলারসহ ৩৩ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১৩ জন নারী, ১৪ জন পুরুষ ও এক শিশু। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। উদ্ধারকৃতদের সেন্টমার্টিন কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Results of DU admission tests of all units published

There was a pass rate of 8.89 percent in A unit [Science] , 10.07 percent in B unit, 13.3 percent in C unit (Business), and 11.75 percent in Cha Unit (Fine Arts)

24m ago