বিশ্বে বাংলাদেশের শক্তিশালী ব্র্যান্ডিং করতে রোডম্যাপ তৈরি করছে সরকার

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শক্তিশালী ব্র্যান্ডিং করতে রোডম্যাপ তৈরির পরিকল্পনা করছে সরকার। উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণে বাংলাদেশের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি, পরিকল্পনা, বাস্তবায়ন ও মনিটরিং সংক্রান্ত 'ব্র্যান্ডিং বাংলাদেশ অ্যাব্রোড' শীর্ষক কমিটির আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে বিভিন্ন আলোচনা হয়।
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শক্তিশালী ব্র্যান্ডিং করতে রোডম্যাপ তৈরির পরিকল্পনা করছে সরকার। উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণে বাংলাদেশের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি, পরিকল্পনা, বাস্তবায়ন ও মনিটরিং সংক্রান্ত 'ব্র্যান্ডিং বাংলাদেশ অ্যাব্রোড' শীর্ষক কমিটির আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে বিভিন্ন আলোচনা হয়।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের উপস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে রোববার এ সভা অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় একটি কমন ব্র্যান্ডিং প্ল্যাটফর্ম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের সব সরকারি-বেসরকারি সংস্থা নিজ জায়গা থেকে বাংলাদেশকে ব্রান্ডিংয়ের কাজ করবে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলো 'ন্যাশন ব্র্যান্ডিং' সংক্রান্ত সব কাজে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Comments

The Daily Star  | English
Bank Asia plans to acquire Bank Alfalah

Bank Asia moves a step closer to Bank Alfalah acquisition

A day earlier, Karachi-based Bank Alfalah disclosed the information on the Pakistan Stock exchange.

3h ago