বান্দরবানে পানির দাম ২০ শতাংশ বাড়িয়েছে ডিপিএইচই

বান্দরবান শহরে হঠাৎ করেই পানির দাম ২০ শতাংশ বাড়িয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)। এতে শহরের বাসিন্দারা ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েছেন।
ছবিটি বান্দরবান পৌরসভার গোদারপাড়া থেকে তোলা। স্টার ফাইল ফটো/সঞ্জয় কুমার বড়ুয়া

বান্দরবান শহরে হঠাৎ করেই পানির দাম ২০ শতাংশ বাড়িয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)। এতে শহরের বাসিন্দারা ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েছেন।

আজ রোববার বান্দরবান ডিপিএইচই'র নির্বাহী প্রকৌশলী শর্মিষ্ঠা আচার্য দ্য ডেইল স্টারকে বলেন, 'বান্দরবান পার্বত্য জেলা পরিষদের (বিএইচডিসি) নির্দেশনা মেনে আমরা পানির দাম ২০ শতাংশ বাড়িয়েছি।'

বিএইচডিসি'র মুখ্য নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন বলেন, 'অপারেশনাল এবং রক্ষণাবেক্ষণ খরচ তুলতে সরকারের নির্দেশে পানির দাম বাড়ানো হয়েছে।'

'এটা সত্য যে, হঠাৎ করে পানির দাম বৃদ্ধি বান্দরবান শহরের বাসিন্দাদের ওপর সামান্য প্রভাব ফেলবে,' বলেন কাউছার।

বান্দরবান শহরের বাসিন্দারা বলছেন, ডিপিএইচই তাদের পরিষেবার মান উন্নয়নে সামান্য মনোযোগ দিলেও পানির দাম ২০ শতাংশ বাড়িয়েছে। যেটি সম্পূর্ণ অযৌক্তিক।

পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের বান্দরবান চ্যাপ্টারের সভাপতি জুমলিয়ান আমলাই বলেন, 'ডিপিএইচই শুধু নগরবাসীর প্রতি অবিচারই করেনি, তারা পানির দাম বাড়িয়ে অপরাধও করেছে।'

বান্দরবান শহরের বাসিন্দা জাফর আলম বলেন, 'বান্দরবান শহরের বেশিরভাগ এলাকা এখনো পানির তীব্র সংকটে ভুগছে। পানি সংকটের সমাধান না করেই কর্তৃপক্ষ দাম বৃদ্ধি করেছে, যা গ্রহণযোগ্য নয়।'  

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

2h ago