গাজীপুর

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের দক্ষিণ সালনা এলাকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। তারা বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে ওই মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।
ছবি: সংগৃহীত

গাজীপুরের দক্ষিণ সালনা এলাকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। তারা বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে ওই মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল মোনায়েম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ তুলে নেয়নি। সন্ধ্যার দিকে তারা ৩৫-৪০টি গাড়ির কাঁচ ভাঙচুর করে। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলও ছোড়ে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

তিনি বলেন, 'একপর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারসেল ছুঁড়ে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।'

আন্দোলনরত সেলিম হোসেন, রাবেয়া আক্তার, জহিরুল ইসলামসহ অনেকে জানান, তারা এক মাসের (সেপ্টেম্বর) এবং কর্মচারীদের ৫ মাসের বেতন-ভাতা বকেয়া আছে। কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিয়ে তারিখ নির্ধারণ করলেও পাওনাদি পরিশোধ করেনি। গত সোমবার (২৫ সেপ্টেম্বর) শ্রমিক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধের নির্ধারিত তারিখ ছিল। কিন্তু, কারখানা কর্তৃপক্ষ সেদিন বকেয়া পরিশোধ না করে পরদিন মঙ্গলবার পরিশোধের আশ্বাস দেন। কিন্তু, মঙ্গলবারও বকেয়া পরিশোধ না করে পরের দিন বুধবার আগার তারিখ দেন। বুধবারও বকেয়া পাওনা বেতন-ভাতা পরিশোধ না করায় শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

তারা আরও জানান, একপর্যায়ে শ্রমিকরা আজ বিকেল ৩টার দিকে সেপ্টেম্বর মাসের বকেয়াসহ চলতি মাসের বেতন-ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করে।

Comments

The Daily Star  | English

Fire breaks out at shoe factory in Ctg

A fire broke out at a factory that produces shoe accessories on Bayezid Bostami Road in Chattogram city this afternoon

9m ago