প্রথমবারের মতো বিশ্ব খাদ্য কর্মসূচির সভাপতি বাংলাদেশ

প্রথমবারের মতো বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার ৩৬ সদস্য বিশিষ্ট ডব্লিউএফপি নির্বাহী বোর্ডের প্রথম নিয়মিত অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২০২২ সালের জন্য সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ।
ডব্লিউএফপিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার ৩৬ সদস্য বিশিষ্ট ডব্লিউএফপি নির্বাহী বোর্ডের প্রথম নিয়মিত অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২০২২ সালের জন্য সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং রোমস্থ এফএও, ইফাদ ও ডব্লিউএফপিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সভাপতি হওয়ার সুবাদে বাংলাদেশ এখন থেকে নির্বাহী বোর্ডে নেতৃত্বের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় এবং বিদ্যমান করোনা পরিস্থিতি বিবেচনায়, বিশেষ করে সংঘাত-পীড়িত দেশগুলোতে ডব্লিউএফপির সহযোগিতা বৃদ্ধির সুযোগ পাবে।

দায়িত্ব নিয়ে রাষ্ট্রদূত আহসান তার সূচনা বক্তব্যে বিশ্বের বিপুল সংখ্যক নাজুক জনগোষ্ঠীকে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ডব্লিউএফপির ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানে বোর্ড সদস্য হিসেবে রাষ্ট্রগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

Comments

The Daily Star  | English
Default loans

High bad loans a 'big threat' to financial sector: BB

The central bank said in quarterly review on money and exchange rate

2h ago