প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি নারীপক্ষের

সম্প্রতি ফেসবুক লাইভে বিএনপি ও এর শীর্ষ নেতৃত্বের সম্পর্কে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মন্তব্যকে ‘অশ্রাব্য’ আখ্যা দিয়ে তার প্রতিবাদ জানিয়েছে নারীপক্ষ। প্রতিমন্ত্রীর ব্যাপারে সিদ্ধান্ত নিতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।

সম্প্রতি ফেসবুক লাইভে বিএনপি ও এর শীর্ষ নেতৃত্বের সম্পর্কে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মন্তব্যকে 'অশ্রাব্য' আখ্যা দিয়ে তার প্রতিবাদ জানিয়েছে নারীপক্ষ। প্রতিমন্ত্রীর ব্যাপারে সিদ্ধান্ত নিতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে।

আজ এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সাক্ষাৎকারে সাবেক বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান এবং নাতনি জাইমা রহমান সম্পর্কে যে নোংরা গালাগালি করেছেন এজন্য তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়নি।

'বর্তমান সরকার দাবি করেন যে তারা নারীবান্ধব। নারীর প্রতি ন্যুনতম সম্মান রেখে কথা বলতে পারেন না সেই ব্যক্তি তারপরও কি করে পদে বহাল থাকেন,' প্রশ্ন তুলেছে নারীপক্ষ।

এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ দাবি করেছে নারীপক্ষ।

Comments

The Daily Star  | English

Fire breaks out at shoe factory in Ctg

A fire broke out at a factory that produces shoe accessories on Bayezid Bostami Road in Chattogram city this afternoon

1h ago