পীরগঞ্জে গণস্বাস্থ্যের ত্রাণ বিতরণ

রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। আজ শুক্রবার বটের হাট বাজার প্রাঙ্গণে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ১৬৯টি পরিবারকে মোট ২৫০ বস্তা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ১৬৯টি পরিবারকে মোট ২৫০ বস্তা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। আজ শুক্রবার বটের হাট বাজার প্রাঙ্গণে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ১৬৯টি পরিবারকে মোট ২৫০ বস্তা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ২১ সদস্যের দল গত ২০ অক্টোবর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। ত্রাণ হিসেবে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে সেদিন ১ মাসের খাদ্য সামগ্রী বিতরণের কথা জানানো হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রতি বস্তায় ১৫ কেজি চাল, ১০ কেজি আটা, ৫ কেজি আলু, ২ কেজি ডাল ও ১ কেজি সয়াবিন তেল দেওয়া হয়।

এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের আঞ্চলিক পরিচালক কাওছার আলী রেজা, ফিজিওথেরাপিষ্ট মো. নাবিল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এতে সহযোগিতা করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, রাধাগোবিন্দ মন্দিরের সম্পাদকসহ সেচ্ছাসেবী, পুলিশ সদস্যরা।

Comments

The Daily Star  | English
du admission test result

Results of DU admission tests of all units published

There was a pass rate of 8.89 percent in A unit [Science] , 10.07 percent in B unit, 13.3 percent in C unit (Business), and 11.75 percent in Cha Unit (Fine Arts)

54m ago