নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মান দেওয়ার ক্ষেত্রে সংবেদনশীতার নির্দেশনা

নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মান দেওয়ার ক্ষেত্রে জেলা প্রশাসকদের সংবেদনশীল হওয়ার নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ডিসি সম্মেলনের একটি অধিবেশনে অংশগ্রহণ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মান দেওয়ার ক্ষেত্রে জেলা প্রশাসকদের সংবেদনশীল হওয়ার নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ডিসি সম্মেলনের একটি অধিবেশনে অংশগ্রহণ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সহকর্মীরা, নির্বাচিত জনপ্রতিনিধিরা, এমনকি সংসদ সদস্য বলেছেন, স্থানীয় প্রশাসন কিংবা অন্য সরকারি অফিস অনেক সময় সেই ধরনের সম্মান দেয় না কিংবা তারা যেহেতু নির্বাচিত হয়েছেন, কিছু অঙ্গীকার করেছেন, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হয় না। এ বিষয়ে যেন তারা আরও সংবেদনশীল হন। এটি খুবই দুঃখজনক, নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ হয় না।

তিনি বলেন, এ দেশের বড় সম্পদ পানি এবং মানুষ। এই মানুষগুলো কর্মসংস্থানের জন্য দক্ষতা বৃদ্ধি ক্ষেত্রে যদি মনোযোগ দেন, অনেক সময় স্থানীয় প্রশাসন যেগুলো নিজেরাই করতে পারে সেগুলোও তারা ঢাকায় পাঠিয়ে দেন। নিজেদের দায়িত্ব এড়িয়ে যান। এর ফলে সবাই ঢাকা কেন্দ্রীক হচ্ছে। এ ব্যাপারে তারা সজাগ হবেন। যেগুলো তাদের করা উচিত সেগুলো তারা স্থানীয়ভাবে সমাধান করবেন।

তিনি আরও বলেন, আমাদের কোনো কোনো ক্ষেত্রে সামান্য একটা দুর্ঘটনায় হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির সমস্যা সৃষ্টি হয়। কোথায়, কে একটা কী ভেঙে ফেললো, প্রতিমা ভেঙে ফেললো আর সারা পৃথিবীতে ছড়িয়ে ফেলে। এখন পৃথিবীটা ইন্টার কানেক্টেড। গ্রামে-গঞ্জে যা হয় তা সব জায়গায় পৌঁছে যায়। এই ব্যাপারে খুব শক্ত অবস্থা তারা যাতে নেন, এ রকম কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে কখনো না হয়।

Comments

The Daily Star  | English

Why do you need Tk 1,769.21cr for consultancy?

The Planning Commission has asked for an explanation regarding the amount metro rail authorities sought for consultancy services for the construction of a new metro line.

17h ago