২০ বছর পর ঝিকরগাছা পৌরসভা নির্বাচন ১৬ জানুয়ারি

যশোরের ঝিকরগাছা পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ২০ বছর পর আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
যশোর
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

যশোরের ঝিকরগাছা পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ২০ বছর পর আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির গতকাল মঙ্গলবার নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন ।

বর্তমান পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তফসিলে বলা হয়েছে, ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই হবে ২০ ডিসেম্বর। প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।

২০০১ সালে সবশেষ অনুষ্ঠিত হয় ঝিকরগাছা পৌরসভার নির্বাচন। ওই নির্বাচনে মেয়র নির্বাচিত হন মোস্তফা আনোয়ার পাশা জামাল।

তার মেয়াদ শেষ হওয়ার পর সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে উচ্চ আদালতে একটি মামলা হয়।

৩ জন বাদী হয়ে ওই মামলা করেন। তাদের মধ্যে একজন মারা গেছেন। মামলার পর ২০ বছর ধরে ঝুলে আছে ঝিকরগাছা পৌরসভার নির্বাচন।

স্থানীয়দের অভিযোগ, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামালের কারণে এই পৌরসভার নির্বাচন ঝুলে ছিল।

নির্বাচনের দাবিতে সম্প্রতি সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে ঝিকরগাছা পৌর আওয়ামী লীগ নেতা এ.কে.এম আমানুল কাদির টুল্লু বলেন, 'মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল তার নিজস্ব লোক দিয়ে সীমানা সংক্রান্ত জটিলতা সৃষ্টি করে হাইকোর্টে সীমানা নির্ধারণ নিয়ে একটি মামলা করান। ইতোমধ্যে সাইফুজ্জামান ও শাহিনুর রহমান নামে ২ জন বাদী এফিডেভিটের মাধ্যমে রিট মামলা না চালানোর ঘোষণা দেন। অপরজন শাহাদত হোসেন মারা গেছেন।'

তিনি আরও বলেন, '২০০৬ সালের ১২ মে পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হয়। মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা ছিল। কিন্তু তার আগেই সীমানা সংক্রান্ত বিরোধ নিয়ে মামলা করানো হয়।'

বর্তমান পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি আমার লোকজন দিয়ে পৌরসভার নির্বাচন বন্ধ করার জন্য মামলা করাইনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। নির্বাচন যথা নিয়মে অনুষ্ঠিত হবে।'

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগামী ১৬ জানুয়ারি ঝিকরগাছা পৌরসভার ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। অবাধ সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচনের জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।'

Comments

The Daily Star  | English

Create right conditions for Rohingya repatriation: G7

Foreign ministers from the Group of Seven (G7) countries have stressed the need to create conditions for the voluntary, safe, dignified, and sustainable return of all Rohingya refugees and displaced persons to Myanmar

8h ago