প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জবাসীর হৃদয়ের স্পন্দন শুনেছেন: মনোনয়ন পেয়ে আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জবাসীর হৃদয়ের স্পন্দন শুনে ও মানুষের আবেগকে প্রাধান্য দিয়ে নৌকা তুলে দিয়েছেন আমার হাতে। আশা করি ১৬ জানুয়ারি আরেকটি বিজয় নিশ্চয় তুলে দিতে পারব।'
শুক্রবার রাতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি: সনদ সাহা/স্টার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জবাসীর হৃদয়ের স্পন্দন শুনে ও মানুষের আবেগকে প্রাধান্য দিয়ে নৌকা তুলে দিয়েছেন আমার হাতে। আশা করি ১৬ জানুয়ারি আরেকটি বিজয় নিশ্চয় তুলে দিতে পারব।'

শুক্রবার রাতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় মেয়র আইভী বলেন, 'প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নারায়ণগঞ্জবাসী ও তৃণমূলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তৃণমূলের স্বপ্ন ও আশা ছিল নেত্রী আমাদের হতাশ করবেন না।'

'উনি (শেখ হাসিনা) তৃণমূলের হৃদয়ের স্পন্দন শুনে ও নারায়ণগঞ্জের মানুষের আবেগকে প্রাধান্য দিয়ে নৌকা তুলে দিয়েছেন আমার হাতে, এজন্য আমরা চিরকৃতজ্ঞ। উনি যোগ্য মনে করেছেন বলেই দিয়েছেন,' যোগ করেন তিনি।

আইভী বলেন, 'আমি আশা করি ১৬ জানুয়ারি আমাদের এ স্বাধীনতার ৫০ বছরে আরেকটি বিজয় নিশ্চয় তুলে দিতে পারব। নারায়ণগঞ্জবাসীর সেই কৃতজ্ঞতা বোধ অবশ্যই আছে। তারা সেই কাজটি করবে।'

শুক্রবার রাতে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় মেয়র আইভীর প্রার্থিতা চূড়ান্ত করা হয়। রাত পৌনে ৮টার দিকে তার নাম ঘোষণা করা হয়।

ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, 'আমি নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞ। আমার দলের নেতাকর্মীসহ অসংখ্য মানুষ যারা অপেক্ষায় ছিলেন কয়েকদিন ধরে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের নেত্রী, দলের নেতাসহ যারা মনোনয়ন বোর্ডে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি নারায়ণগঞ্জবাসীকে নৌকা তুলে দেওয়ার জন্য।'

নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, 'শান্তির বার্তা সবসময়ই থাকবে। প্রতিশ্রুতি যা দিয়েছি সেটা রক্ষা করার চেষ্টা করব। নারায়ণগঞ্জবাসীর পাশে আজীবন থাকার চেষ্টা করবো, আমৃত্যু থাকব।'

২০১৬ সালের ২২ ডিসেম্বর সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। ২০০৩ সালে বিএনপি সরকারের সময় বিলুপ্ত পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

আর সিটি করপোরেশন গঠনের পর ২০১১ সালের ৩০ অক্টোবরের নির্বাচনে আওয়ামী লীগ শামীম ওসমানকে সমর্থন দিলেও জনতার প্রার্থী হয়ে আইভী ১ লাখেরও বেশি ভোটে জয়ী হয়ে প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছিলেন।

তফসিল অনুযায়ী, আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।

আইভী ছাড়াও এবার সিটি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ করে জমা দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল ও মহানগরের সহ-সভাপতি চন্দন শীল।

Comments

The Daily Star  | English

11 years on, cries for justice remain unheeded

Marking the 11th anniversary of the Rana Plaza collapse, Bangladesh's deadliest industrial disaster, survivors and relatives of the victims today gathered at the site in Savar demanding adequate compensation and maximum punishment for the culprits

9m ago