হতাহত-হামলার মধ্য দিয়ে ১ হাজার ইউপিতে ভোটগ্রহণ চলছে

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের ১ হাজার ইউপিতে ভোটগ্রহণ চলছে। আজ রোববার সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সারাদেশে ১ হাজার ইউপিতে ভোটগ্রহণ চলছে আজ। ছবিটি বরিশালের বাবুগঞ্জ উপজেলার খানপুরা আলিম মাদ্রাসা থেকে তোলা। ছবি: টিটু দাস

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের ১ হাজার ইউপিতে ভোটগ্রহণ চলছে। আজ রোববার সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বেশ কয়েকটি এলাকায় হামলার অভিযোগ উঠেছে। নির্বাচনী সহিংসতায় গতকাল রাতে আহত একজন আজ সকালে হাসপাতালে মারা গেছেন।

খুলনা

খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক বাবুল শিকদার (৩৮) নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা দ্য ডেইলি স্টারকে জানান, নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে গতকাল শনিবার রাতে মধুপুর ইউনিয়নের কোলাপাটগাতি গ্রামে বাবুল শিকদারের ওপর হামলা করেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেনের কর্মী-সমর্থকরা। তারা বাবুলকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান।

এলাকাবাসী বাবুল শিকদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠালে সেখানে আজ ভোরে তার মৃত্যু হয়। তার মরদেহ খুমেক হাসপাতালের মর্গে আছে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোশারফ হোসেন ডেইলি স্টারকে বলেন, 'আমরা ঘটনাস্থলে আছি, আসামিদের ধরতে কয়েকটি টিম কাজ করছে। এখনো কোনো এজাহার পাইনি। তবে শুনেছি তারা মামলা করতে আসবেন।'

তিনি আরও বলেন, 'ভিকটিম নৌকার সমর্থক ছিলেন বলে শুনেছি।'

তেরখাদা উপজেলার ৬ ইউনিয়ন—মধুপুর, আজগড়া, সাচিয়াদাহ, ছাগলাদাহ, তেরখাদা সদর ও বারাসাত ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

চাঁদপুর

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার ইউপি নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

আজ রোববার সকাল ৯টায় দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৪ নং বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা ডেইলি স্টারকে জানায়, সকাল ৯টায় আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউসুফ পাটোয়ারী ভোটকেন্দ্র পরিদর্শন করতে আসেন। কেন্দ্রের প্রবেশ পথে আসা মাত্রই হঠাৎ নৌকা প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফার লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। দ্রুত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সে সময় উভয়পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে র্যাবের স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থলে হাজির হয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী ইউসুফ পাটুয়ারী ডেইলি স্টারকে বলেন, 'আমি সকালে বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে আসি। সে সময় কাদির গাজীর নেতৃত্বে আমার ওপর হামলা চালানো হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানাই।'

৪নং বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা রনজিত কুমার বসু ডেইলি স্টারকে বলেন, 'এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। হামলার ঘটনায় ভোটকেন্দ্রে কোনো প্রভাব পড়েনি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।'

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ায় একজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সকালে জাল ভোট দিতে গিয়ে আটক হন একই গ্রামের হিরা মিয়ার ছেলে আলাউদ্দিন মিয়া (২৭)।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

পটুয়াখালী

নির্বাচনের আগের রাতে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম সরোয়ারের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

প্রার্থীর ভাই অ্যাডভোকেট হারুন-অর-রশিদের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে কয়েকটি মোটর সাইকেল ও ঘর ভাংচুর করেছে।

তিনি বলেন, 'আনুমানিক রাত ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে হামলা চালায় ও আমাদের দলীয় লোকজন ও কর্মী-সমর্থকদের আহত করে। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'

মির্জাগঞ্জ খানার ওসি আনোয়ার হোসেন তালুকদার ডেইলি স্টারকে বলেন, 'নির্বাচনকে কেন্দ্র করে মজিদবাড়িয়া এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে উপজেলার বেশ কয়েকটি এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়েছে।'

মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী, মির্জাগঞ্জ, আমড়াগাছিয়া, দেউলি সুবিদখালী, কাকড়ানুনিয়া ও মজিদবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

মৌলভীবাজার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বেলকুমা পুঞ্জির সড়কে ভোটারদের ওপর মুখোশধারীদের হামলা ও ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ২ জন আহত হয়েছেন।

আজ সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন প্যাট্রিক খংলা (৪৫) ও লই খংলা (৪০)।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভুষন রায় দ্য ডেইলি স্টারকে বলেন, 'হামলার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জড়িতদের আটক করতে অভিযান চলছে।'

বরিশাল

বরিশালের উজিরপুর , বাবুগঞ্জ এবং মুলাদীর মোট ৫টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ চলছে। এর মধ্যে বরিশালের বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ৫টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৫ হাজার ৭১৩ জন।

Comments

The Daily Star  | English

Tehran signals no retaliation against Israel after drones attack Iran

Explosions echoed over an Iranian city on Friday in what sources described as an Israeli attack, but Tehran played down the incident and indicated it had no plans for retaliation - a response that appeared gauged towards averting region-wide war.

19m ago