মাদারীপুরের পূর্ব এনায়েতনগর ইউপি নির্বাচন

স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে বাধা ও হামলার অভিযোগ, নির্বাচন স্থগিত

মাদারীপুরের কালকিনির উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিতে বাধা ও হামলার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী নিয়ামুল আকন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুব আলমের সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন তিনি।
Madaripur
স্টার অনলাইন গ্রাফিক্স

মাদারীপুরের কালকিনির উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিতে বাধা ও হামলার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী নিয়ামুল আকন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুব আলমের সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন তিনি।

আজ মঙ্গলবার বিকলে ৪টার দিকে কালকিনা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। এই অভিযোগ ওঠার পর পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

নিয়ামুল আকন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি আজ বিকলে ৪টার দিকে কালকিনি উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিতে যাই। এসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুব আলমের সমর্থকরা আমাকে বাধা দেন। তারা আমাদের ওপর হামলাও করেন। এ ঘটনায় আমার স্ত্রী রেহানা বেগম ও ছেলে আহত হন। তাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মাদারীপুর সদর হাসপাতালে স্থানান্তর করেন। আমি কালকিনি উপজেলা যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে আছি।'

তিনি আরও বলেন, 'পরে আমি বিষয়টি রিটার্নিং অফিসার দীপক বিশ্বাসকে অবহিত করি। তখন রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র নিতে চাইলে তাকেও বাধা দেন আ. লীগ প্রার্থীর সমর্থকরা।'

কালকিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা দীপক বিশ্বাস বলেন, 'নিয়ামুল আকনকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে। আমি মনোনয়নপত্র নিতে গেলে আমাকেও বাধা দেওয়া হয়। তবে, কোন প্রার্থীর লোক তাকে বাধা দিয়েছে বা তারা কারা ছিলেন তা আমি জানি না। আমরা নির্বাচন কমিশনের নোটিশ পেয়েছি। কোনো প্রার্থীর এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

হামলা ও বাধা দেওয়ার বিষয়ে জানতে আওয়ামী লীগ প্রার্থী মাহাবুব আলমের (৭৫) মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে, মাহাবুব আলমের ছেলে ইলিয়াস হোসেন (৪৬) দ্য ডেইলি স্টারকে বলেন, 'যে হামলা ও মারধরের কথা বলা হচ্ছে তার সঙ্গে আমাদের পরিবারের কোনো সদস্য কিংবা আমার বাবার কোনো সমর্থক জড়িত নন। আমার বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।'

ওই ঘটনার পর মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এনায়েতনগর ইউপি নির্বাচন স্থগিত করেছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগটি তদন্ত করে নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দিতে মাদারীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসার এবং সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্তে সংশ্লিষ্ট কারো দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, 'নির্বাচন কমিশনের নোটিশ পেয়েছি। আমরা ইতোমধ্যে তদন্তের কাজও শুরু করেছি। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।'

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনসহ দেশের ৬টি পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ওই তালিকাতে মাদারীপুরের কালকিনির পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদও ছিল। আজ মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

Comments

The Daily Star  | English

Old, unfit vehicles taking lives

The bus involved in yesterday’s crash that left 14 dead in Faridpur would not have been on the road had the government not given into transport associations’ demand for keeping buses over 20 years old on the road.

2h ago