স্থগিত ১৬১ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর

স্থগিত থাকা ১৬১ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর এবং কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

স্থগিত থাকা ১৬১ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর এবং কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ের অনুষ্ঠিত এক বৈঠকের পর ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানান।

এ ছাড়া, ১২টি উপজেলায় নয়টি চেয়ারম্যান ও তিনটি ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনের তারিখও ঘোষণা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

গত মার্চে কয়েক ধাপে সবগুলো উপজেলায় নির্বাচনের সিদ্ধান্ত নেয় ইসি। এরপর ৩ মার্চ প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণের তফসিল ঘোষণা করে। ১১ এপ্রিল ভোটগ্রহণের জন্যে তারিখও নির্ধারণ করা হয়।

তবে, করোনাভাইরাস মহামারির কারণে ভোটগ্রহণ পিছিয়ে যায়। এরপর ২১ জুন ভোটগ্রহণের জন্যে দিন ঠিক করা হয়।

জুনের প্রথম দিকে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ১৬৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়। তবে, গত ২১ জুন বাকি ২০৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

ইসি সচিব হুমায়ুন কবীর জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তবে, যোগাযোগ সমস্যার কারণে ২০ সেপ্টেম্বর সেন্টমার্টিনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। এ ছাড়া, আরও পাঁচটি ইউনিয়ন পরিষদের প্রার্থীর মৃত্যুর কারণে সেখানেও নির্বাচন অনুষ্ঠিত হবে না।

ইসি সচিব আগামী ৭ অক্টোবর কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিলে বলা হয়েছে, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ সেপ্টেম্বর এবং মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৪ সেপ্টেম্বর। এ ছাড়া, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর।

গত ৩০ জুলাই কুমিল্লায়-৭ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে ওই আসনটি শূন্য হয়।

Comments

The Daily Star  | English

Secondary schools, colleges to open from Sunday amid heatwave

The government today decided to reopen secondary schools, colleges, madrasas, and technical education institutions and asked the authorities concerned to resume regular classes and activities in those institutes from Sunday amid the ongoing heatwave

42m ago