
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেলে করে বিভিন্ন ভোটকেন্দ্রে যাচ্ছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
আজ রোববার নাটোর পৌরসভা নির্বাচন চলাকালে তাকে বেশ কয়েকটি ভোটকেন্দ্রে যেতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য শিমুল দ্য ডেইলি স্টারকে করেন, 'ভোটগ্রহণ দেখতে বিভিন্ন ভোটকেন্দ্রে যাচ্ছি।'
আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে তিনি প্রশ্ন করেন, 'ভোট দেখতেও পারব না?'
জানতে চাইলে জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, 'এমপিকে আমরা অনুরোধ করেছি। এর বেশি তো আমরা করতে পারি না।'
নাটোর পৌর নির্বাচনে নৌকার প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে এর আগেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে।
Comments