নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আবারও নৌকার প্রার্থী আইভী

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির আজ শুক্রবার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. সেলিনা হায়াৎ আইভী। ফাইল ফটো

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির আজ শুক্রবার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ। আজ শুক্রবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর ঘোষণা করার কথা থাকায়, বিকেল ৪টা থেকেই জেলার দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।

রাত পৌনে ৮টার দিকে আইভীর মনোনয়ন পাওয়ার খবর জানানো হয়। এ খবরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতারা আনন্দ মিছিল বের করেন ও মিষ্টি বিতরণ করেন।

মনোনয়ন পাওয়ার পর আওয়ামী লীগের দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডা. আইভী সাংবাদিকদের বলেন, '১৬ জানুয়ারি আমরা তাকে আরেকটি বিজয় তুলে দিব।'

'প্রতিশ্রুতি যা দিয়েছি, তা রক্ষার চেষ্টা করব। আজীবন থাকার চেষ্টা করব নারায়ণগঞ্জবাসীর পাশে,' যোগ করেন তিনি।

তফসিল অনুযায়ী, এ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।

গত ৩০ নভেম্বর নির্বাচন কমিশনের বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

এর আগে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ করে জমা দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল ও মহানগরের সহ-সভাপতি চন্দন শীল।

জানতে চাইলে আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র আইভীকে দলীয় মনোনয়ন দিয়েছেন। এজন্য ওনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি তৃণমূল মানুষের প্রাণের কথা বুঝতে পেরেছেন।'

তিনি বলেন, 'আওয়ামী লীগ একটি বড় দল। সেখানে অনেকেই মনোনয়ন চাইবেন। তবে নেত্রী যোগ্য ব্যক্তির হাতেই নৌকা তুলে দিয়েছেন। এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার জন্য কাজ করার আহবান জানাই।'

২০১৬ সালের ২২ ডিসেম্বর সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। ২০০৩ সালে বিএনপি সরকারের সময় বিলুপ্ত পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

আর সিটি করপোরেশন গঠনের পর ২০১১ সালের ৩০ অক্টোবরের নির্বাচনে আওয়ামী লীগ শামীম ওসমানকে সমর্থন দিলেও জনতার প্রার্থী হয়ে আইভী ১ লাখেরও বেশি ভোটে জয়ী হয়ে প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছিলেন।

Comments

The Daily Star  | English

Pollution claims 2.72 lakh lives in one year

Alarming levels of air pollution, unsafe water, poor sanitation, and exposure to lead caused over 2.72 lakh premature deaths in Bangladesh in 2019.

51m ago