নির্বাচন
নারায়ণগঞ্জ

আ. লীগ ও জাপা প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
বিএনপির বিরুদ্ধে পুলিশের মামলা
স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ এবং একজনকে আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে, তাৎক্ষনিকভাব আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ বিল্লাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'নির্বাচনী প্রচারণায় স্লোগান দেওয়া নিয়ে নৌকা ও লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের কয়েকটি গাড়ি ভাঙচুরসহ কয়েকজন আহত হয়েছেন।'

তিনি আরও বলেন, 'এলাকাবাসীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর ইসলাম বলেন, 'নৌকা ও লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে শট গানের ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। তবে, কেউ গুলিবিদ্ধ হয়নি। এ ঘটনায় পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।'

এ প্রসঙ্গে জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হুমায়ন কবির সাংবাদিকদের বলেন, 'আমি গণসংযোগ করার সময় এক যুবক অস্ত্র তাক করলে এলাকাবাসী দেখে ফেলে। পরে তাকে আটক করে পুলিশে দেয়।'

তিনি আরও বলেন, 'লাঙ্গল প্রতীকের বহিরাগত সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। আমি এ বিষয়ে নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ দেব।'

এ বিষয়ে জানতে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুল আলম মাকসুদ ভূঁইয়ার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

Comments

The Daily Star  | English

Student politics, Buet and ‘Smart Bangladesh’

General students of Buet have been vehemently opposing the reintroduction of student politics on their campus, the reasons for which are powerful, painful, and obvious.

1h ago