আচরণবিধি লঙ্ঘন: আরফানুলকে সতর্ক করল নির্বাচন কমিশন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হককে সতর্ক করেছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে কমিশন বলেছে, প্রথম বার ও অনিচ্ছাকৃতভাবে আচরণবিধি লঙ্ঘন করায় তার বিরুদ্ধে মামলা করা হয়নি।
আরফানুল হক রিফাত। ছবি: সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হককে সতর্ক করেছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে কমিশন বলেছে, প্রথম বার ও অনিচ্ছাকৃতভাবে আচরণবিধি লঙ্ঘন করায় তার বিরুদ্ধে মামলা করা হয়নি।

মেয়র পদে আরফানুল হক মনোনয়নপত্র জমা দেওয়ার পর তার সমর্থকদের নিয়ে মিছিল বের করেছিলেন। এছাড়া তিনি কুমিল্লা আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরেও সভাও করেছিলেন। সেই সভার দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে পড়েছিল। এই ঘটনাগুলো তদন্ত করে আজ নির্বাচন কমিশন বলেছে, আরফানুল সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ লঙ্ঘন করেছেন।

নির্বাচন কমিশনের পরিচালক এস এম আসাদুজ্জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

সেই সঙ্গে নির্বাচনের আচরণ বিধি সম্পর্কে সচেতন থাকার জন্য কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্যকে চিঠি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

5h ago