প্রিজাইডিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট ছিনিয়ে নৌকায় সিল

মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে নৌকার চেয়ারম্যান প্রার্থী নাহিদ আহমেদ বাবলুর সমর্থকদের বিরুদ্ধে প্রিজাইডিং কর্মকর্তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ১৩৪টি ব্যালট পেপারে সিল মারার অভিযোগ পাওয়া গেছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে নৌকার চেয়ারম্যান প্রার্থী নাহিদ আহমেদ বাবলুর সমর্থকদের বিরুদ্ধে প্রিজাইডিং কর্মকর্তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ১৩৪টি ব্যালট পেপারে সিল মারার অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার দুপুর আড়াইটার দিকে ছোটলেখা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরে নৌকায় সিল মারা ১৩৪টি ব্যালট উদ্ধার করে সেগুলো বাতিল করা হয়।

ছোটলেখা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মাসুদ আহম্মদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আড়াইটায় আমার কক্ষে ঢুকে নৌকার প্রার্থীর সমর্থক পরিচয় দিয়ে ৪ জন ২০০ ব্যালট ছিনিয়ে নিয়ে যান। এরমধ্যে ১৩৪টি ব্যালটে নৌকা প্রতীকে সিল মারেন তারা। ভয়ে আমি কিছু বলতে পারিনি। খবর পেয়ে অন্য প্রার্থী ও তাদের সমর্থকরা সবাই এগিয়ে এলে তারা ব্যালট রেখে পালিয়ে যান। তবে, তাদের চিনতে পারিনি। নৌকায় সিল মারা ১৩৪টি ব্যালট উদ্ধার করা হয়েছে। এগুলো বাতিল করা হয়েছে।'

 এ বিষয়ে জানতে নৌকার চেয়ারম্যান প্রার্থী নাহিদ আহমেদ বাবলুর ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

তৃতীয় ধাপের নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে। আজ সকাল ৮টা থেকে উপজেলার ১০টি ইউনিয়নের ৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে বড়লেখা সদর ইউনিয়ন পরিষদে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে। বাকি ৯টি ইউনিয়ন পরিষদে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

32m ago