নরসিংদীতে ‘আধিপত্য বিস্তার’ নিয়ে সংঘর্ষে নিহত ২

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্টার অনলাইন গ্রাফিক্স

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন— কাচারিকান্দি গ্রামের মলফত আলীর ছেলে সাদিব মিয়া (১৯) ও আসাদ মিয়ার ছেলে হিরন মিয়া (৩৫)।

সূত্র জানায়, কাচারিকান্দি গ্রামের বাসিন্দা বড় শাহ আলম ও ছোট শাহ আলম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা ও বিরোধ তীব্র হয়ে উঠে। তারই জের ধরে আজ সকালে সংঘর্ষ হয়।

আহত কয়েকজনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া, নরসিংদী সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি হাসপাতালেও অনেকে চিকিৎসা নিচ্ছেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সাহেব আলী পাঠান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তীতে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

5h ago