ফরিদপুর

নবনির্বাচিত ও সাবেক ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

ফরিদপুরের সালথায় গ্রাম্য বিরোধ নিয়ে নবনির্বাচিত ও সাবেক ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার উভয়পক্ষের দুই থেকে তিন শতাধিক মানুষ সংঘর্ষে জড়ায়। ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথায় গ্রাম্য বিরোধ নিয়ে নবনির্বাচিত ও সাবেক ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ৭ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগরকান্দা ও সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমিনূর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ওই এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।'

তিনি আরও বলেন, 'অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে সালথা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।'

স্থানীয়রা জানান, গ্রাম্য বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে সিংহপ্রতাব গ্রামের বাসিন্দা চার নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য শাহজান শেখের সঙ্গে একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্লার সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে এ নিয়ে দু'পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই সূত্র ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষের দুই থেকে তিন শতাধিক মানুষ সংঘর্ষে জড়ায়। সকাল ৮ থেকে ১০ পর্যন্ত দুই ঘণ্টা এই সংঘর্ষে চলে।

সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইউপি সদস্য শাহজান শেখ, সোহেল মাহমুদ, হোসেন শেখ, সত্তার খালাসী, সুরুজ খালাসী, সুজাদ খালাসী ও ফরহাদ শেখকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্লা দ্য ডেইলি স্টারকে বলেন, 'গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে সকালে আমার দলের সমর্থক সুরুজ খালাসী ও সুজাদ খালাসীর ওপর অতর্কিতভাবে হামলা করে শাহজান শেখের লোকজন। এ নিয়ে পরে দুই পক্ষের সংঘর্ষ হয়।'

জানতে চাইলে নবনির্বাচিত ইউপি সদস্য শাহজান শেখ বলেন, 'বেশ কিছুদিন ধরে আমাদের গ্রামে বিরোধ নিয়ে উত্তেজনা চলছিল। কোনো কারণ ছাড়াই সকালে আমার দলের এক সমর্থকের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে ইব্রাহিম মোল্লার সমর্থকরা। খবর পেয়ে আমার লোকজন এগিয়ে গেলে সংঘর্ষ বেধে যায়।'

Comments

The Daily Star  | English
Bank Asia plans to acquire Bank Alfalah

Bank Asia moves a step closer to Bank Alfalah acquisition

A day earlier, Karachi-based Bank Alfalah disclosed the information on the Pakistan Stock exchange.

4h ago