দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বাংলাদেশ দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করছে। এটাকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বাংলাদেশ দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করছে। এটাকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

পুলিশ সপ্তাহ ২০২২ এর দ্বিতীয় দিনে সোমবার রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মতবিনিময় সভায় আইজিপি এ কথা বলেন।

পুলিশ সপ্তাহের অধিবেশনে এবারই প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়েছে।

এতে সভাপতির বক্তব্যে আইজিপি বেনজীর আহমেদ বলেন, 'বাংলাদেশ দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করছে। এটাকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।'

'এ দেশে জন্মগ্রহণ করে কীভাবে এ দেশের মানুষ দেশের বিরুদ্ধে কাজ করে, তা আমার বোধগম্য হয় না,' প্রশ্ন করেন তিনি।

অবৈধ অভিবাসীর প্রসঙ্গ উল্লেখ করে আইজিপি বলেন, 'বাংলাদেশের মানুষের এখন আর নৌকায় করে অভিবাসী হিসেবে বিদেশে যাওয়ার মতো অবস্থা নেই।'

এ সব ক্ষেত্রে তিনি জনসচেতনতা বাড়ানোর আহবান জানান।

তিনি বলেন, 'আজকের এ সভা পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের মধ্যে কাজের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।'

সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন পুলিশের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, 'দেশীয় ও আন্তর্জাতিক একটি স্বার্থান্বেষী মহল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা আপনাদের জন্য যেমন কষ্টকর, তেমনি বাংলাদেশের ভাবমূর্তির সঙ্গেও যায় না।'

'অবৈধ অভিবাসন রোধে পুলিশের আরও কাজ করার সুযোগ আছে' উল্লেখ করে তিনি বিদেশে কর্মরত প্রবাসীদের কল্যাণে পুলিশের প্রবাসী সহায়তা সেল এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া, সাইবার অপরাধ মোকাবিলায়  আগাম ব্যবস্থা এবং ইন্টেলিজেন্স সংগ্রহের ওপর জোর দেন তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, 'জাতিসংঘের পিস কিপিংয়ের মাধ্যমে আমাদের যে সুনাম এসেছে, তা ধরে রাখতে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।'

Comments

The Daily Star  | English
Gold price makes new record

Gold price hits new record again

Jewellers are selling each bhori of gold at Tk 119,637 from 7pm today

1h ago