সোনারগাঁয়ে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন এ তথ্য জানিয়েছেন।
sonarga_fire2_28jan22.jpg
ছবি: স্টার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পোশাক কারখানার ৪টি ভবনে আগুন লেগেছিল। এর মধ্যে ৩টি ভবনের আগুন পুরোপুরি নিভে গেছে। একটি ভবনের আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এটি তদন্ত শেষে বলা সম্ভব হবে।

এদিন বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ মদনপুর ইউনিয়নের বন্দর থানা এলাকায় সোনারগাঁ রোডে অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির বিপরীত পাশে জাহিন গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়।

Comments

The Daily Star  | English

Create right conditions for Rohingya repatriation: G7

Foreign ministers from the Group of Seven (G7) countries have stressed the need to create conditions for the voluntary, safe, dignified, and sustainable return of all Rohingya refugees and displaced persons to Myanmar

7h ago