রোহিঙ্গা ক্যাম্পে গ্যাসের চুলার আগুনে দগ্ধ বাবা-ছেলের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গ্যাসের চুলার আগুনে দগ্ধ ৬ জনের মধ্যে চিকিৎসাধীন বাবা-ছেলে মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গ্যাসের চুলার আগুনে দগ্ধ ৬ জনের মধ্যে চিকিৎসাধীন বাবা-ছেলে মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর পূর্ব রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের আজগর আলীর ছেলে নুর আলম (৫৯) ও তার ছেলে আনোয়ার মোস্তফা (১২)।

দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক।

তিনি বলেন, 'গত ১২ মে সকালে উখিয়ার কুতুপালং ১ নম্বর ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের বাসিন্দা নুর আলমের স্ত্রী রান্না করার সময় গ্যাসের চুলার পাইপ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে আগুন লেগে ৬ জন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে দগ্ধ বাবা-ছেলের মৃত্যু হয়।'

নিহতদের মরদেহ চমেক হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

Comments