রাজধানীর তেজতুরী বাজারে ভবনে বিস্ফোরণ: আরেক শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর তেজগাঁও পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় আরেক শিক্ষার্থী মারা গেছেন।

রাজধানীর তেজগাঁও পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় আরেক শিক্ষার্থী মারা গেছেন।

আজ মঙ্গলবার সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমবিএ তে অধ্যয়নরত শিক্ষার্থী ইয়াছিন তালুকদারের (৩২) মৃত্যু হয়। ।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ডা. আইউব জানান, ইয়াছিনের শরীরের শ্বাসনালীসহ ৫০ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে গত শনিবার ভোরে শেখ হাসিনা জাতিয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান জিকরুল্লাহ জিতু। তার শরীরের ৬৪ শতাংশ দগ্ধ হয়েছিল।

ইয়াসিন বড় বোন উম্মে কুলসুম জানায়, তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। বাবার নাম মৃত ইব্রাহীম তালুকদার। ইয়াছিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করছিল। তেজগাঁও মেসে থেকে টিউশনি করাতো। ৩ বোন ৪ ভাইয়ের মধ্যে ইয়াছিন ছিল দ্বিতীয়।

গত শুক্রবার রাত সাড়ে ৮টার পূর্ব তেজতুরী বাজার জনতা ফার্মেসী সংলগ্ন ৬ তলা একটি বাড়ির ৩ তলায় তাদের কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে ২ জন দগ্ধ হয়।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

1h ago