রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। খিলগাঁও তালতলায় নার্গিস (২৫) নামে এক নারী, হাজারীবাগ বেরিবাধে ৪০ বছরের অজ্ঞাত এক ব্যক্তি এবং কোতোয়ালি ন্যাশনাল হাসপাতালের সামনে সিরাজুল ইসলাম (৪৫) নামে বাসের এক সুপারভাইজার নিহত হয়েছেন।

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। খিলগাঁও তালতলায় নার্গিস (২৫) নামে এক নারী, হাজারীবাগ বেরিবাধে ৪০ বছরের অজ্ঞাত এক ব্যক্তি এবং কোতোয়ালি ন্যাশনাল হাসপাতালের সামনে সিরাজুল ইসলাম (৪৫) নামে বাসের এক সুপারভাইজার নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোরে ও সকালে দুর্ঘটনা ৩টি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর সারে ৪টার দিকে অজ্ঞাত ব্যক্তি, সকাল ৭টার দিকে নার্গিস এবং সাড়ে ১০টার দিকে সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সকালে ৩ পথশিশু নার্গিস (২৫) নামের এক নারীকে হাসপাতালে নিয়ে আসে। পথ শিশুরা জানায়, খিলগাঁও তালতলা মার্কেটের সামনের রাস্তায় আহত অবস্থায় পড়েছিলেন নার্গিস। স্থানীয় পুলিশ নার্গিসকে হাসপাতালে পাঠিয়ে দেয়। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। তিনিও ভবঘুরে ছিলেন বলে জানা গেছে।

এদিকে হাজারীবাগ থানার ডিউটি অফিসার (এসআই) রনজিৎ ঘোষ জানান, গত রাত পৌনে ৩টার দিকে হাজারীবাগ বেরিবাধ বউবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পড়ে ছিল ওই ব্যক্তি। খবর পেয়ে থানা পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। মরদেহ মর্গে রাখা হয়েছে। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

অন্য আরেক সড়ক দুর্ঘটনায় রাজধানীর কোতোয়ালি ন্যাশনাল হাসপাতালের সামনের রাস্তায় বাস ধাক্কায় সিরাজুল ইসলাম (৪৫) নামে আরেক বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।

সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভিক্টোরিয়া পরিবহনের বাস চালক মোহাম্মদ ওয়াসিম জানান, সকালে তারা বাস নিয়ে ন্যাশনাল হাসপাতালের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিল। তখন পিছন থেকে একই পরিবহনের আরেকটি বাস এসে সিরাজকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয় সিরাজ। তাকে পাশেই ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হলে তারে মৃত্যু হয়।

ওয়াসিম আরও জানান, সিরাজের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়। পরিবার নিয়ে গাজীপুর বোর্ড বাজার এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো.বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Comments