রংপুরে বাসের ধাক্কায় এএসআই নিহত, স্ত্রী-সন্তান আহত

রংপুরে বাসের ধাক্কায় আরিফুজ্জামান আরিফ নামে পুলিশের এক সহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী ও সন্তান।
Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রংপুরে বাসের ধাক্কায় আরিফুজ্জামান আরিফ নামে পুলিশের এক সহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী ও সন্তান।

আজ বুধবার ভোররাত সাড়ে ১২টায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গতকাল রাত ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজিরহাট এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দা আরিফ রংপুর সদর থানায় কর্মরত ছিলেন।

রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মমতাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ সূত্র জানায়, চিকিৎসকের কাছে যাওয়ার জন্য স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে পাগলাপীর এলাকা থেকে রংপুর শহরের দিকে যাচ্ছিলেন এএসআই আরিফুজ্জামান। সেসময় হাজিরহাটের কোল্ড স্টোরেজের সামনের রাস্তায় একটি গর্তে পানি দেখে দাঁড়ান তিনি। ওই সময় একটি ট্রাক ও রূপা এন্টারপ্রাইজ নামে একটি বাস মুখোমুখি হলে বাসের চালক ব্রেক করলে বাসের পেছনের অংশ ঘুরে গিয়ে আরিফের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

তিনি ও তার ছেলে গাড়ির নিচে পড়ে যান। রাস্তায় পড়ে যান তার স্ত্রী।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভোররাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

তার স্ত্রী ও সন্তান রমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ বাসটি জব্দ করেছে। তবে চালক পলাতক আছেন।

Comments

The Daily Star  | English

Trial of murder case drags on

Even 11 years after the Rana Plaza collapse in Savar, the trial of two cases filed over the incident did not reach any verdict, causing frustration among the victims.

9h ago