ময়লার গাড়ি চাপায় নিহত কবির খানের দাফন সম্পন্ন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আবর্জনার গাড়ির ধাক্কায় নিহত আহসান কবির খানের (৫০) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঝালকাঠি সদর থানায় নিজ গ্রামে তাকে দাফন করা হয়।
আহসান কবির খান। ছবি: প্রথম আলো

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আবর্জনার গাড়ির ধাক্কায় নিহত আহসান কবির খানের (৫০) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঝালকাঠি সদর থানায় নিজ গ্রামে তাকে দাফন করা হয়।

নিহতের ছেলে সাদমান শাহরিয়ার কাইস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্তের পর আজ সকাল ১১টার দিকে কবির খানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রথমে রাজধানীর মগবাজারে বাসায় মরদেহ নেওয়া হয় এবং সেখান থেকে ঝালকাঠিতে নেওয়া হয়।

আহসান কবির খান দৈনিক সংবাদের গ্রাফিক্স বিভাগে কাজ করতেন। পাশাপাশি তিনি গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসার সঙ্গেও সংশ্লিষ্ট ছিলেন। এর আগে তিনি দৈনিক প্রথম আলোতে কাজ করতেন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর পান্থপথ এলাকায় ডিএনসিসির একটি ময়লার গাড়ি একটি মোটরসাইকেলে ধাক্কা দিলে আরোহী আহসান কবির খান আহত হন। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী কলাবাগান থানায় একটি মামলা করেছেন।

ময়লার গাড়িটি জব্দ করা হলেও, পুলিশ এখনো ওই গাড়ি চালককে আটক করতে পারেনি বলে জানান কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র।

Comments

The Daily Star  | English

Foreign airlines’ $323m stuck in Bangladesh

The amount of foreign airlines’ money stuck in Bangladesh has increased to $323 million from $214 million in less than a year, according to the International Air Transport Association (IATA).

13h ago