বিদ্যুৎস্পৃষ্ট তামিমের চিকিৎসায় ৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

লক্ষ্মীপুরের রামগতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাম হাত হারানো তামিম ইকবালের (১২) চিকিৎসার জন্য দ্রুত ৫ লাখ টাকা দেওয়ার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

লক্ষ্মীপুরের রামগতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাম হাত হারানো তামিম ইকবালের (১২) চিকিৎসার জন্য দ্রুত ৫ লাখ টাকা দেওয়ার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশনা দেন।

এ ছাড়াও, তামিমকে ক্ষতিপূরণ হিসেবে কেন ১০ কোটি টাকা দেওয়া হবে না তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ৪ সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দেওয়ার রুলও দিয়েছেন উচ্চ আদালত।

তামিমের বাবা শাহাদত হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল দেওয়া হয়।

তিনি আবেদনে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় গত ২৫ সেপ্টেম্বর তামিম বিদ্যুৎস্পৃষ্ট হয়।

আহত তামিম রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছে।

জ্বালানি সচিব, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই রুলের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আবেদনকারীর পক্ষে উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Dos and Don’ts during a heatwave

As people are struggling, the Met office issued a heatwave warning for the country for the next five days

1h ago