বিআরটিসি বাসের চাপায় রাজশাহীতে বাবা-ছেলে নিহত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিআরটিসি বাসের চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।
Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিআরটিসি বাসের চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বিজয়নগর বাঁসলিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাজু মিয়া (৩১) ও তার ছেলে আব্দুল্লাহ আল আলিফ (৭)।

নিহত সাজু মিয়া রাজশাহীতে 'দীপশিখা এনজিও'র বিজয়নগর শাখায় কর্মরত ছিলেন এবং তার ছেলে আব্দুল্লাহ আলিফ কুমরপুর কেজি স্কুলে প্রথম শ্রেণিতে পড়তো।

ওসি কামরুল ইসলাম বলেন, 'সাজু মিয়া ছেলেকে স্কুলে নিয়ে যেতে ওই মহাসড়কের পাশে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন। সেসময় বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়।'

বাসটি জব্দ করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

The Daily Star  | English

Secondary schools, colleges to open from Sunday amid heatwave

The government today decided to reopen secondary schools, colleges, madrasas, and technical education institutions and asked the authorities concerned to resume regular classes and activities in those institutes from Sunday amid the ongoing heatwave

55m ago