পাটুরিয়ায় ফেরিডুবি: ৫ কাভার্ড ভ্যান ৩ মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চলছে

পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা।
উদ্ধার কার্যক্রম শুরু করেছে হামজা। ছবি: জাহাঙ্গীর শাহ/স্টার

পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা।

এর আগে গতকাল রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার কার্যক্রম বন্ধ রাখে কর্তৃপক্ষ। উদ্ধারকারী জাহাজের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল পৃথকভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ৫টি ট্রাক ও ৩টি মোটরসাইকেলের খোঁজ পাওয়া যায়নি। ট্রাকগুলো ফেরির নিচে বা আশেপাশে চাপা পড়ে আছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। ৫টি কাভার্ড ভ্যান পদ্মা নদীর বিভিন্ন এলাকায় শনাক্ত করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) শরিফুল ইসলাম বলেন, 'দুর্ঘটনার পরপরই আমরা উদ্ধার অভিযান শুরু করি। গতকাল দিনব্যাপী উদ্ধার অভিযানে ফেরির ভেতর থেকে ৪টি ট্রাক উদ্ধার করা হয়। আরও ৫টি কাভার্ড ভ্যান পদ্মা নদীর বিভিন্ন এলাকায় শনাক্ত করে রাখা হয়েছে।'

ফেরিতেও আটকে রয়েছে আরও ৫টি ট্রাক। ফেরির ভেতরের ট্রাকগুলো উদ্ধার শেষে পদ্মায় ডুবে যাওয়া অপর ৫টি ট্রাক উদ্ধার করা হবে। খুব অল্প সময়ের মধ্যে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় উদ্ধার অভিযানে সংযুক্ত হবে বলে জানান তিনি।

গতকাল সকাল সাড়ে ৯টার দিকে রো রো ফেরি শাহ আমানত পাটুরিয়া ঘাটে নোঙর করার সময় কাত হয়ে আংশিক ডুবে যায়।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

54m ago