নারায়ণগঞ্জে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন: দগ্ধ স্বামীর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় একই পরিবারের দগ্ধ ৪ জনের ১ জনের মৃত্যু হয়েছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় একই পরিবারের দগ্ধ ৪ জনের ১ জনের মৃত্যু হয়েছে।

ওই ঘটনায় দগ্ধ মো. সোলায়মান হোসেন (৪৪) সোমবার রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার ভোরে আড়াইহাজার উপজেলার কুমারপাড়া গ্রামের একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুন লাগে।

এতে সোলায়মান (৪৪), তার স্ত্রী রিমা আক্তার (৩০) এবং তাদের ২ সন্তান মুশফিকুর রহমান মাহিদ (১৩) ও মাহমুদুল হাসান আরশ (৫) দগ্ধ হন।

দ্রুত তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। বার্ন ইনস্টিটিউটে কর্তব্যরত চিকিৎসক তখন জানিয়েছিলেন যে সোলায়মানের ৯৫ শতাংশ, রিমার ১৫ শতাংশ, মাহিদের ১৬ শতাংশ ও আরশের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধ রিমা আক্তার বলেন, 'ভোরে স্বামী সোলায়মান হোসেনের ব্যবসার কাজে বাইরে যাওয়ার কথা ছিল। ঘুম থেকে উঠে তিনি রান্না ঘরে পানি গরম করতে যান। দিয়াশলাই দিয়ে আগুন ধরাতেই বিকট শব্দে ঘরে আগুন লেগে যায়।'

Comments

The Daily Star  | English

Chattogram shoe factory fire under control

A fire that broke out at a shoe accessories manufacturing factory on Bayezid Bostami Road in Chattogram city this afternoon was brought under control after two hours.

1h ago