চাঁপাইনবাবগঞ্জ

ধান কেটে বাড়ি ফেরার পথে ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা এলাকায় ধান কেটে বাড়ি ফেরার সময় ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত আরও ৫ শ্রমিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পাওয়েল এলাকায় ট্রাকটি উল্টে যায়। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা এলাকায় ধান কেটে বাড়ি ফেরার সময় ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত আরও ৫ শ্রমিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাওয়েল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া দুখুর মোড় এলাকার বুলবুল (৩০), বহালাবাড়ি গ্রামের মন্টু (৪৫) ও সতের রশিয়া গ্রামের আসাদুল (২৬)।

ওসি জানান, ৮ জন শ্রমিক নওগাঁর চকগৌরি এলাকায় ধান কেটে ট্রাকযোগে বাড়ি ফিরছিলেন। পাওয়েল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। ঘটনাস্থলেই বুলবুল চাপা পড়ে নিহত হন।

গুরুতর আহত মন্টুকে উদ্ধার করে জেলা সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

ওসি আরও জানান, গুরুতর আহত আসাদুলের অবস্থার অবনতি হলে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা। হাসপাতাল যাওয়ার পথে তিনি মারা যান।

ওই ট্রাকে ধান ও চাল ছিল বলেও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরও একজন মারা গেছেন। নিহত ব্যক্তি হচ্ছেন শিবগঞ্জ উপজেলার সতের রশিয়া গ্রামের আসাদুল (২৬)।

Comments