টঙ্গী মাজার বস্তির আগুনে ৫ শতাধিক ঘর পুড়ে ছাই

গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার সকাল ৫টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার সকাল ৫টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, ভোররাত ৩টা ৫৫ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বস্তিটিতে আগুনের সূত্রপাত হয়।

ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, 'এখন পর্যন্ত প্রায় ৫ শতাধিক ছোট ছোট ঘর আগুনে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে, বাকিটুকু তদন্ত করে বলা যাবে।'

'আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষ, কিন্তু স্থানীয় অনেকেই বলেছেন, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বস্তিতে ফায়ার সেফটি মেজারস সাধারণত থাকে না, পাশাপাশি বস্তির ঘরগুলো এমনভাবে তৈরি হয়, যাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে', বলেন তিনি।

এদিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আগুন এখনও নির্বাপণ হয়নি।

Comments

The Daily Star  | English

Pak PM lauds Bangladesh’s economic progress

Says ‘we feel ashamed when we look towards them’

1h ago