ঝিনাইদহে আদালত ভবনের মালখানায় বিস্ফোরণ, শ্রমিক নিহত

ঝিনাইদহ আদালত ভবনের মালখানায় ঝালাই যন্ত্র (ওয়েল্ডিং মেশিন) বিস্ফোরণ হয়ে শফিকুল ইসলাম (২০) নামে এক শ্রমিক নিহত ও আরও তিন শ্রমিক আহত হয়েছেন। 
ছবি: স্টার

ঝিনাইদহ আদালত ভবনের মালখানায় ঝালাই যন্ত্র (ওয়েল্ডিং মেশিন) বিস্ফোরণ হয়ে শফিকুল ইসলাম (২০) নামে এক শ্রমিক নিহত ও আরও তিন শ্রমিক আহত হয়েছেন। 

আজ রোববার দুপুর দেড়টার দিকে মেরামতের কাজ চলাকালে এ বিস্ফোরণ ঘটে। 

নিহত শফিকুল ঝিনাইদহ সদর উপজেলার কাষ্টসাগরা গ্রামের বশির উদ্দিন শেখের ছেলে। আহতরা হলেন, সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের জামাল উদ্দীনের ছেলে মোস্তাক হোসেন (২০), কাস্টসাগরা গ্রামের মসলেম মোল্লার ছেলে আসাদ মোল্লা (৩০) ও ভগবাননগর গ্রামের লতাফত হোসেনের ছেলে রাজিব (৩৫)।

ঝিনাইদহ সদর থানার ওসি সোহেল রানা দ্য ডেইলি স্টারকে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি সোহেল রানা বলেন, 'আজ দুপুর দেড়টার দিকে এ ঘটনার পর ওই ভবনসহ আশেপাশের এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। বিকট শব্দে বিস্ফোরিত হলে সেখানে থাকা মানুষ আতঙ্কে ছোটাছুটি শুরু করে। চার জন শ্রমিক আদালত ভবনের মালখানায় কাজ করছিলেন। সেখানে ওয়েল্ডিং মেশিনের বিস্ফোরণ ঘটে। এ সময় এক শ্রমিকের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া আরও তিন শ্রমিক আহত হন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।' 

তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়টি অনুসন্ধানে আজ সন্ধ্যায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া, পুলিশের পক্ষ থেকে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারকে প্রধান করে তিন সদস্যের আরও একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Small businesses, daily earners scorched by heatwave

After parking his motorcycle and removing his helmet, a young biker opened a red umbrella and stood on the footpath.

46m ago