চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও গোমস্তাপুর এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।
Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও গোমস্তাপুর এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, আজ দুপুর ১২টার দিকে উপজেলার নগরপাড়া গ্রামে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক্টর মাবিয়া বেগম (৬০) নামে এক নারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এদিন সকাল সাড়ে ১১টার দিকে ভোলাহাট উপজেলার বীরেশ্বরপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রলির ধাক্কায় এক শিশু গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রলির ধাক্কায় বীরেশ্বরপুর গ্রামের শফিকুল ইসলামের আড়াই বছর বয়সী ছেলে হাসান আলীর মৃত্যু হয়েছে।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতিবিলা এলাকায় শ্যালো ইঞ্জিন দিয়ে তৈরি দেশীয় যানের (আলমসাধু) ধাক্কায় ইমন হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ইমনের বাড়ি উপজেলার বড় ঘিঘাটি গ্রামে। তার বাবার নাম মুলাম হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে সাদিয়া ফিলিং স্টেশনের কাছে বিপরীত দিক থেকে আসা আলমসাধুর সঙ্গে ধাক্কা লাগলে ইমন মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। যশোরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

The Daily Star  | English

Trade at centre stage between Dhaka, Doha

Looking to diversify trade and investments in a changed geopolitical atmosphere, Qatar and Bangladesh yesterday signed 10 deals, including agreements on cooperation on ports, and overseas employment and welfare.

5h ago