গুলিস্তানে ডিএসসিসির গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ শিক্ষার্থী নিহত  

রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) এক গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামের নটরডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) এক গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামের নটরডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নাঈমকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'নিহত শিক্ষার্থীর নাম নাঈম হাসান। সে নটরডেম কলেজের শিক্ষার্থী।'

এ ঘটনায় ডিএসসিসির ওই গাড়ির চালককে আটক এবং গাড়িটিকে জব্দ করা হয়েছে বলেও জানান তিনি। 

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'ব্যাগে থাকা জাতীয় জন্মনিবন্ধন সনদ দেখে নিহতের নাম জানা যায় নাঈম হাসান। তার পিতা মো. শাহ আলম দেওয়ান ও মা জান্নাতুল ফেরদৌস। তার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পূর্ব কাজিরখিল দেওয়ানবাড়ী গ্রামে।'

Comments

The Daily Star  | English
Bangladeshi ship hijacked by Somalian pirates

MV Abdullah: Pirates bring in food as stock start to deplete

As food stock in the hijacked Bangladeshi ship MV Abdullah was depleting, pirates recently started bringing in food.

15h ago