কালিয়াকৈরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। ছবি: স্টার

গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আজ বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার চন্দ্রা এলাকায় রায়হান নামের ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, 'পোশাক কারখানাটির ৫ তলায় আগুন লেগেছে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। আশপাশের ফায়ার সার্ভিসের আরও ৪টি ইউনিটের কর্মীরাও ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।'

তবে, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

Freedom Index: Bangladesh ranks 141 out of 164 countries

Bangladesh’s ranking of 141 out of 164 on the Freedom Index places it within the "mostly unfree" category

56m ago