দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

উলিপুরে তিস্তায় কৃষক নিখোঁজ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরা ইউনিয়নে সাঁতরে তিস্তা নদী পার হওয়ার সময় বদিয়াজ্জামান (৫৬) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন।
তিস্তা ব্যারেজের ফ্লাড বাইপাস সড়ক ভেঙে যাওয়ায় বন্ধ আছে লালমনিরহাটের সঙ্গে নীলফামারীর যোগাযোগ। ছবি: স্টার

কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরা ইউনিয়নে সাঁতরে তিস্তা নদী পার হওয়ার সময় বদিয়াজ্জামান (৫৬) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন।

আজ বুধবার দুপুরে চরের জমিতে কাজ শেষে বাড়ি ফেরার সময় পানির তোড়ে ভেসে যান তিনি। বদিয়াজ্জামান ওই ইউনিয়নের নগরপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে জানান, বদিয়াজ্জামানকে উদ্ধার করতে স্থানীয় লোকজন ৫ ঘণ্টাব্যাপী খোঁজাখুজি করেও কোন সন্ধান পাননি। তিনি আজ সকালে যখন চরের জমিতে কাজ করতে যান তখন তিস্তায় কম পানি ছিল। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি হঠাৎ বেড়ে যায়।

Comments

The Daily Star  | English

Dos and Don’ts during a heatwave

As people are struggling, the Met office issued a heatwave warning for the country for the next five days

4h ago