উজিরপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১০

ঢাকা-বরিশাল মহাসড়কে যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে নারী শিশুসহ অন্তত ১০ যাত্রী নিহত হন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। উদ্ধার কাজ চলায় সড়কের ২ পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বরিশালের উজিরপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে অন্তত ১০ যাত্রী নিহত হন। ছবি: টিটু দাস/স্টার

ঢাকা-বরিশাল মহাসড়কে যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে নারী শিশুসহ অন্তত ১০ যাত্রী নিহত হন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। উদ্ধার কাজ চলায় সড়কের ২ পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার সানুহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি ঢাকা থেকে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় যাচ্ছিল।

নিহতদের মধ্যে ৯ জন নারী ও একজন পুরুষ। পুলিশ তাদের পরিচয় জানার চেষ্টা করছে।

ছবি: টিটু দাস/স্টার

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'যমুনা লাইন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি মেহগনি গাছের সঙ্গে ধাক্কা খায়। গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে। এখন পর্যন্ত ৯ জনের মরদেহ বাস কেটে বের করা হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।'

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ব্রাদার শহীদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন. 'দুর্ঘটনায় আহত ১৪ জনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে উজিরপুরের মান্ডপপাশা গ্রামের ৪০ বছর বয়সী মাধব মারা গেছেন। আহতদের মধ্যে আরও অন্তত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।'

ছবি: টিটু দাস/স্টার

বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর ডেইলি স্টারকে বলেন, 'দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। তারা গাড়িটি কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছেন।'

আহত যাত্রী ও পুলিশ ডেইলি স্টারকে জানায় গাড়িটি দ্রুতবেগে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি প্রাচীন মেহগনি গাছে ধাক্কা খায়।

Comments