টি এইচ খানের সম্মানে আজ সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম স্থগিত

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও সাবেক বিচারপতি মো. তাফাজ্জাল হোসেন খানের প্রতি সম্মান প্রদর্শন করে আজ সোমবার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও আপিল বিভাগের সব ধরনের বিচারিক কার্যক্রম স্থগিত করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মো. তাফাজ্জাল হোসেন খান। ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও সাবেক বিচারপতি মো. তাফাজ্জাল হোসেন খানের প্রতি সম্মান প্রদর্শন করে আজ সোমবার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও আপিল বিভাগের সব ধরনের বিচারিক কার্যক্রম স্থগিত করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আজ সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসন এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। 

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বিচারপতি তাফাজ্জাল হোসেন খান (টি এইচ খান) নামে পরিচিত ছিলেন। গত রোববার তিনি রাজধানীর একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২। 

আজ সোমবার সকাল সাড়ে ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মোহাম্মদপুরে তার নিজ বাসভবনে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। 

এরপর তাকে ময়মনসিংহের হালুয়াঘাটের উটি গ্রামে তার পৌত্রিক বাড়িতে দাফন করা হবে। 

প্রবীণ এই আইনবিদের মৃত্যুতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গভীর শোক প্রকাশ করেছেন। 
এ ছাড়া বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন পৃথক বার্তায় তার মৃত্যু সংবাদে গভীর শোক প্রকাশ করেছে। 

টি এইচ খান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
 
এ ছাড়া, তিনি বিএনপির সাবেক মন্ত্রী, নির্বাচিত সংসদ সদস্য ও ভাইস চেয়ারম্যান ছিলেন।
 
১৯২০ সালের ২১ অক্টোবরে জন্ম নেন টি এইচ খান। তিনি ১৯৪৭ সালে আইনজীবী হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন।

Comments

The Daily Star  | English

The war that we need to know so much more about

Our Liberation War is something we are proud to talk about, read about, and reminisce about but have not done much research on.

8h ago