চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা: বেগমগঞ্জ থানার ওসি প্রত্যাহার

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে পূজামণ্ডপ, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট এবং ২ জন নিহতের ঘটনায় ক্ষতিগ্রস্তদের দাবির পরিপ্রেক্ষিতে বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদারকে প্রত্যাহার করা হয়েছে।
বেগমগঞ্জ থানার সাবেক ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে পূজামণ্ডপ, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট এবং ২ জন নিহতের ঘটনায় ক্ষতিগ্রস্তদের দাবির পরিপ্রেক্ষিতে বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদারকে প্রত্যাহার করা হয়েছে।

তাকে শিল্প পুলিশে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে মীর জাহেদুল হক রনিকে পদায়ন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নোয়াখালী পুলিশ সুপার স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

এর আগে, কামরুজ্জামান সিকদারকে বদলির অনুমতির জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়। ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার কারণে বর্তমানে বেগমগঞ্জ থানা নির্বাচন কমিশনের অধীনে রয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান শিকদারকে প্রত্যাহার করে শিল্প পুলিশে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে মীর জাহেদুল হক রনিকে বেগমগঞ্জে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

NBR suspends Abdul Monem Group's import, export

It also instructs banks to freeze the Group's bank accounts

2h ago