চট্টগ্রামে বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

চট্টগ্রামে কয়েক মাসের বেতন না পেয়ে সড়ক অবরোধ করেছেন আনোয়ারা ড্রেস মেকারস লিমিটেড অ্যান্ড ফ্র্যাংক অ্যাপারেল লিমিটেড নামের একটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক। এতে নগরীর উত্তর অংশে ব্যাপক যানজট সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন স্থানীয়রা। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি শ্রমিকদের ১৫ দিনের বেতন বাকি থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কয়েক মাসের বেতন না পেয়ে সড়ক অবরোধ করেছেন আনোয়ারা ড্রেস মেকারস লিমিটেড অ্যান্ড ফ্র্যাংক অ্যাপারেল লিমিটেড নামের একটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক। এতে নগরীর উত্তর অংশে ব্যাপক যানজট সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন স্থানীয়রা। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি শ্রমিকদের ১৫ দিনের বেতন বাকি থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর খুলশী থানার পূর্ব নাসিরাবাদ এলাকার আনোয়ারা গার্মেন্টেসের শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। তারা পরমাণু শক্তি কমিশন কেন্দ্রের সামনে বায়েজিদ বোস্তামি সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে খুলশী ও বায়েজিদ বোস্তামি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

তবে, শ্রমিকদের সরালেও যানজট এখনো নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ চট্টগ্রামের স্কুলগুলোতে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে, যানজটের কারণে ওই সড়ক দিয়ে যাওয়া অনেকেই বেলা ২টার পরীক্ষায় পৌঁছেছেন ৩টায়।

বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'শ্রমিকদের বিক্ষোভের কারণে সৃষ্ট যানজটে পড়ে মেয়েকে নিয়ে স্কুলে পৌঁছাতে ২ ঘণ্টা সময় লেগেছে। আজকে এসএসসির নির্বাচনী পরীক্ষা ছিল।
যানজটের কারণে বিভিন্ন সড়কে যাওয়ার চেষ্টা করেও প্রায় এক ঘণ্টা দেরিতে স্কুলে পৌঁছাই আমরা।'

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা ডেইলি স্টারকে বলেন, 'আনোয়ারা গার্মেন্টসের শ্রমিকরা অভিযোগ করেছেন, গত ২ মাস তারা বেতন পাননি। বারবার মালিকের কাছে গিয়েও বেতন আদায় করতে না পেরে তারা আজ সড়কে এসে বিক্ষোভ করছেন। আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। এখন শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়ে। যান চলাচল এখনো স্বাভাবিক হয়নি। যান চলাচল স্বাভাবিক করতে আমরা কাজ করছি।'

তিনি আরও জানান, শ্রমিকদের অবস্থানের কারণে বায়েজিদ বোস্তামি সড়কে যানবাহন চলাচল প্রায় ৪০ মিনিট বন্ধ ছিল। এর ফলে নগরীর মুরাদপুর, ষোলশহর দুই নম্বর গেইট, জিইসি, বায়েজিদসহ আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। লালখানবাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভারে ও সংযুক্ত ঢালু শাখায়ও (র‌্যাম্প) যানবাহন আটকা ছিল দীর্ঘসময়।

আনোয়ারা ড্রেস মেকারস লিমিটেড অ্যান্ড ফ্র্যাংক অ্যাপারেল লিমিটেডের ম্যানেজার (এইচআর) মো. মুক্তাদির দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের কারখানার ১৫ দিনের বেতন বকেয়া ছিল। তারা রাস্তায় নেমে অবরোধ করলে আমরা শ্রমিকদের আশ্বস্থ করে তাদের আবার কাজে ফিরিয়ে নিয়েছি।'

Comments

The Daily Star  | English

Explosions in Myanmar as ship spotted in Naf river

People in the border area said they heard sounds of multiple explosions intermittently from last night to Friday afternoon. However, between 3:00pm and 4:00pm today, there were more than 10 loud explosions

39m ago