বাংলাদেশ

ইভ্যালির রাসেল-শামীমার মুক্তি চায় ই-কমার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তিসহ ৭ দফা দাবিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ই-কমার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বিইসিডব্লিউএ)।
সিএমএম আদালতের সামনে বাংলাদেশ ই-কমার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অবস্থান কর্মসূচি। ছবি: এমরুল হাসান বাপ্পী/স্টার

ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তিসহ ৭ দফা দাবিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ই-কমার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বিইসিডব্লিউএ)।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিইসিডব্লিউএ'র সভাপতি মো. নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাকিব হোসেনের নেতৃত্বে প্রায় শতাধিক মানুষ এই অবস্থান কর্মসূচি শুরু করেন। এসময় তাদের সঙ্গে ইভ্যালির কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও সেলারদেরও দেখা গেছে।

এসময় বিইসিডব্লিউএ'র সভাপতি মো. নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাকিব হোসেন জানান, রাসেলকে নজরদারিতে রেখে ব্যবসা করার সুযোগ দিতে হবে। এসক্রো সিস্টেম চালু হওয়ার আগে অর্ডারকৃত পণ্য ডেলিভারি দিতে কমপক্ষে ৬ মাস সময় দিতে হবে।

তারা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ই-ক্যাব, পেমেন্ট গেটওয়ে, মার্চেন্ট এবং ভোক্তা প্রতিনিধিদের সমন্বয় কমিটি গঠন করতে হবে। করোনাকালীন সময়ে বিভিন্ন খাতের মতো ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে প্রণোদনা দিতে হবে।

এ ছাড়াও, ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে ব্যাংক গ্যারান্টিসহ বাণিজ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিতে হবে এবং ই-কর্মাস সেক্টরকে সরকারিভাবে সুরক্ষা দিতে হবে বলেও দাবি জানান তারা।

পরে বেলা ১১টার দিকে আদালত চত্বর থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ।

Comments

The Daily Star  | English

Faridpur bus-pickup collision: The law violations that led to 13 deaths

Thirteen people died in Faridpur this morning in a head-on collision that would not have happened if operators of the vehicles involved had followed existing laws and rules

1h ago