আত্মহত্যার কারণ নির্ণয়ে রাবির সঙ্গে গবেষণায় আগ্রহী রাজশাহী পুলিশ

বাংলাদেশে আত্মহত্যার কারণ খুঁজে বের করতে গবেষণায় আগ্রহ প্রকাশ করেছে রাজশাহী বিভাগীয় পুলিশ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক জয়দেব ভদ্রের নেতৃত্বে বিভাগীয় পুলিশের এক প্রতিনিধিদল আলোচনায় বসেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশে আত্মহত্যার কারণ খুঁজে বের করতে গবেষণায় আগ্রহ প্রকাশ করেছে রাজশাহী বিভাগীয় পুলিশ।

আজ শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক জয়দেব ভদ্রের নেতৃত্বে বিভাগীয় পুলিশের এক প্রতিনিধিদল আলোচনায় বসেন।

জয়দেব ভদ্র বলেন, রাজশাহী বিভাগে আত্মহত্যার হার গড় জাতীয় হারের চেয়ে প্রায় ৩ শতাংশ বেশি, যা অত্যন্ত উদ্বেগজনক। পুলিশ আত্মহত্যাজনিত মামলাগুলি তদন্ত করে বলে আত্মহত্যার প্রকৃতি ও কারণ সম্পর্কে জানা থাকে। এজন্য পারিপার্শ্বিক পরিবেশ-পরিস্থিতিসহ সামগ্রিকভাবে আত্মহত্যার কারণ নির্ণয়ে গভীর গবেষণা প্রয়োজন বলে তিনি মনে করেন। সে লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি উপযুক্ত প্রতিষ্ঠান। গবেষণা চলাকালীন পুলিশ প্রশাসন গবেষকদের তথ্য-উপাত্তসহ অন্যান্য আনুসাঙ্গিক সহায়তা দেওয়ার আশা ব্যক্ত করেন।

উপাচার্য গোলাম সাব্বির সাত্তার এ ধরনের গবেষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এই গবেষণায় সম্পৃক্ত হওয়ার প্রয়োজনীয় নির্দেশনাও দেন।

এ ধরনের গবেষণার সুপারিশ নীতিনির্ধারণে সহায়তা করবে বলে উপাচার্য মনে করেন। গবেষণার বিষয়টিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অবিলম্বে উভয় পক্ষের মধ্যে সমঝোতা স্মারক সইয়েরও বিষয়েও সভায় আলোচনা হয়।

এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য মো. সুলতান-উল-ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা মো. ইলিয়াছ হোসেন, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে, রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক টিএম মোজাহিদুল ইসলাম ও ক্রাইম ম্যানেজমেন্ট শাখার পুলিশ সুপার আব্দুস সালামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

3h ago