আগামী জুনের মধ্যে পদ্মা সেতুর উদ্বোধনে ব্যত্যয় হবে না: ওবায়দুল কাদের

২০২২ সালের জুনের মধ্যেই পদ্মাসেতুর উদ্বোধন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

২০২২ সালের জুনের মধ্যেই পদ্মাসেতুর উদ্বোধন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার পানি সস্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এর উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জে পদ্মার তীরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। 

তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশবাসীকে একটি আনন্দের খবর দিতে চাই। খুব শিগগিরই আমাদের স্বপ্নের পদ্মাসেতুর কাজ শেষ হবে। আগামী জুনের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। এর কোনো ব্যত্যয় ঘটবে না। পদ্মা সেতু থেকে বিশ্ব ব্যাংক সরে গিয়ে দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলেছিল। কিন্তু শেখ হাসিনা সরকারের সাহসী পদক্ষেপ, প্রজ্ঞা ও সততায় বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মার বুকে আজ গর্বের সেতু দাঁড়িয়েছে।'

তিনি আরও বলেন, 'শরীয়তপুরের মানুষের কাছে আমরা ঋণী হয়ে রইলাম। কারণ এই পদ্মা সেতু নির্মাণের জন্য শরীয়তপুরের মানুষ তাদের ভিটেমাটি ছেড়ে দিয়েছেন। তারা আমাদের সহযোগিতা না করলে হয়ত আমরা আমাদের স্বপ্নের পদ্মাসেতুর কাজ ধীরে ধীরে শেষের দিকে নিয়ে যেতে পারতাম না।'

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন শেষে দোয়া ও ইমামদের মাঝে ২ হাজার কোরআন শরীফ বিতরণ করা হয়। এ সময় নড়িয়ার বিভিন্ন এলাকার ১০০ জন জেলে রঙিন সাজে তাদের নৌকা সাজিয়ে অনুষ্ঠানে যোগ দেন।

Comments

The Daily Star  | English

Pollution claims 2.72 lakh lives in one year

Alarming levels of air pollution, unsafe water, poor sanitation, and exposure to lead caused over 2.72 lakh premature deaths in Bangladesh in 2019.

3h ago