৬ বছর পর স্কুলশিক্ষার্থী ধর্ষণ ও মৃত্যু মামলার রায়, একজনের যাবজ্জীবন

ফেনীতে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণ ও মৃত্যুর মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
প্রতীকী ছবি

ফেনীতে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণ ও মৃত্যুর মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার ৬ বছর পর সোমবার দুপুরে ফেনীর নারী ও শিশু আদালতের বিচারক মো. ওসমান হায়দার এ রায় দেন।

রায়ে আসামি মিজানুর রহমান মিজানকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। তবে মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।

মিজান সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বাদুরিয়া গ্রামের মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে।

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালে স্কুল শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেন মিজান। এতে ওই স্কুলশিক্ষার্থী অন্তঃসত্বা হয়ে পড়লে মিজান গর্ভপাত করাতে ওই বছরের ১৭ জুলাই ফেনী শহরে নিয়ে যায় কিশোরীকে। ১৯ জুলাই শহরের এক নার্সের বাসায় গর্ভপাত করানো হয়। অতিরিক্ত রক্ষক্ষরণে চার দিন পর ২৩ জুলাই ওই নার্সের বাসায় স্কুল শিক্ষার্থী মারা যায়। পরদিন ২৪ জুলাই মিজানুর রহমানসহ ৪ জনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেন স্কুলশিক্ষার্থীর মা। মামলার পর থেকে আসামি মিজানুর পলাতক।

রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী ফরিদ আহম্মদ হাজারী বলেন, রায়ে বলা হয়েছে আসামি মিজানুর রহমান স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ বা গ্রেপ্তার হওয়ার দিন থেকে তার সাজা কার্যকর হবে।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

7h ago