সিলেটে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে সাংবাদিক আহত

সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে ছাত্রদলের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষ সরাসরি সম্প্রচার করার সময় লাঠির আঘাতে আহত হয়েছেন এক সাংবাদিক।
আহত মঈন উদ্দিন মঞ্জুকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: সংগৃহীত

সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে ছাত্রদলের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষ সরাসরি সম্প্রচার করার সময় লাঠির আঘাতে আহত হয়েছেন এক সাংবাদিক।

আহত মঈন উদ্দিন মঞ্জু যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল 'চ্যানেল এস' এর সিলেট প্রতিনিধি এবং সিলেট ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সভাপতি। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

ওসি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ বিকেল সাড়ে ৫টার দিকে চৌহাট্টা পয়েন্ট এলাকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলের চলাকালে ছাত্রলীগ কর্মীরাও মিছিল নিয়ে এলে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে সংঘর্ষ সরকারি আলিয়া মাদ্রাসায়ও ছড়িয়ে পড়ে এবং ছাত্র শিবিরের কর্মীরাও এতে যোগ দেয়। ২ পক্ষের সংঘর্ষ চালাকালে আলিয়া মাদ্রাসার ভেতরে যান সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু। এ সময় কে বা কারা তার ওপর হামলা চালালে তিনি আহত হন।'

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রেণে আছে বলে জানান ওসি।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

2h ago