অপরাধ ও বিচার

রিজেন্ট মামলায় আবুল কালাম আজাদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের নাম অন্তর্ভুক্ত করে রিজেন্ট মামলায় ৬ জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ। ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের নাম অন্তর্ভুক্ত করে রিজেন্ট মামলায় ৬ জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার এই চার্জশিটের অনুমোদন দেয় দুদক।

দুদক সূত্রে জানা গেছে, এই সপ্তাহের মধ্যে চার্জশিট আদালতে জমা দেওয়া হবে।

দুদক জানায়, মামলার তদন্তে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের সঙ্গে সাবেক ডিজি আবুল কালাম আজাদের সংশ্লিষ্টতা পাওয়ায়, তাকেও আসামি করে চার্জশিট দেওয়া হয়েছে।

এর আগে, এই মামলায় সাহেদ করিমসহ পাঁচ জনকে আসামি করা হয়। সাহেদ ছাড়া বাকি চার জনই স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা।

তারা হলেন-অধিদপ্তরের সাবেক পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. আমিনুল হাসান, উপপরিচালক (হাসপাতাল-১) ডা. মো. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলাম।

দুদক জানায়, ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদসহ এই ৬ জন পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে লাইসেন্স নবায়নবিহীন রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর করে। এ ছাড়া, সরকারি প্রতিষ্ঠান নিপসমের ল্যাবে ৩ হাজার ৯৩৯ জন কোভিড রোগীর নমুনা বিনামূল্যে পরীক্ষা করার পর অবৈধভাবে প্রত্যেক রোগীর কাছ থেকে সাড়ে ৩ হাজার টাকা হিসাবে মোট ১ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা আদায় করা হয়।

দুদক আরও জানায়, এসব ঘটনায় দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা উল্লিখিত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার সুপারিশ করে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনের সুপারিশের পরিপ্রেক্ষিতে দুদক চার্জশিট দাখিলের প্রস্তাবের অনুমোদন দেয়।

Comments

The Daily Star  | English

Secondary schools, colleges to open from Sunday amid heatwave

The government today decided to reopen secondary schools, colleges, madrasas, and technical education institutions and asked the authorities concerned to resume regular classes and activities in those institutes from Sunday amid the ongoing heatwave

2h ago