রাজধানীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর গায়ে আগুন, স্বামী আটক

রাজধানীর শাহজাহানপুর এলাকায় গৃহবধূ পাপিয়া সারোয়ার মিম (১৭) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইনস্টিটিউট
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভবন। ফাইল ছবি

রাজধানীর শাহজাহানপুর এলাকায় গৃহবধূ পাপিয়া সারোয়ার মিম (১৭) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার দুপুরের দিকে শাহজাহানপুর থানার পেছনে বাগিচা ঝিল মসজিদ এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।

দগ্ধ মিমের স্বামী রাম্মিমকে হাসপাতাল থেকে আটক করেছে পুলিশ।

দগ্ধ মিমের মা পারভিন আক্তার জানান, তিন মাসের অন্তঃসত্ত্বা মিম শাজাহানপুর এলাকার একটি বেসরকারি কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। তিন বছর আগে মেয়ের বিয়ে হয়। কিছুদিন ধরে তাদের মধ্যে কলহ চলছিল।

পারভিন আক্তার বলেন, আজকে দুপুরে জানতে পারি মিম তার শরীরে আগুন দিয়েছে। হাসপাতালে এসে মেয়েকে দগ্ধ অবস্থায় পেয়েছি। জামাইয়ের মানসিক নির্যাতনে সে নিজের গায়ে আগুন দিয়েছে।

বার্ন ইনস্টিটিউটে মিমের স্বামী রাম্মিম বলেন, গতকাল রাতে আমাদের মধ্যে ঝগড়া হয়। এ কারণে আজ আমার স্ত্রী নিজের গায়ে আগুন দিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, মিমের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বাচ্চু মিয়া আরও বলেন, শাশুড়ির অভিযোগের ভিত্তিতে রাম্মিমকে হাসপাতাল থেকে আটক করে শাহজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাম্মিম বলেন, মিম তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুন নিভিয়ে স্ত্রীকে হাসপাতালে এনেছি।

Comments

The Daily Star  | English

Thousands of Bangladeshis stranded at Dhaka, Dubai airports

Several thousand Bangladeshi passengers remained stranded at the Dubai and Dhaka airports for the last two days as flights to and from Dubai got delayed or cancelled due to unprecedented flooding in the Middle East country

17m ago